ট্যুইটারেই মিলছে ওষুধ, রোগী দেখছেন না ডাক্তার
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:৪১,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: এর পর থেকে আরও বোধহয় হাসপাতাল বা নার্সিংহোমে যেতে হবে না । চিকিৎসা হবে ট্যুইটারে । ট্যুইটারের উপর চালানো এক রিসার্চে উঠে এসেছে এমনই তথ্য । ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার এক গবেষণায় দেখা গিয়েছে, বর্তমানে চিকিৎসকরা ট্যুইটারেই রোগী দেখছেন, প্রচার করছেন নিজেদের তৈরি ভিডিও । এমনকী বলে দিচ্ছেন রোগের প্রতিষেধক ও ওষুধ । সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ও সেইসঙ্গে সময়হীনতাই এর জন্য দায়ী বলে মনে করছেন রিসার্চাররা ।
একইসঙ্গে নানা শারীরিক সমস্যার ইস্যুতে চলছে আলোচনাপর্ব । যেমন জুলিয়া রবিলার্ড নামের এক ব্রিটিশ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ট্যুইটারের মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরেন নিউরোলজি সংক্রান্ত নানা অজানা বিষয় । এছাড়াও মেরুদণ্ডের চোট ও পারকিনসনস রোগও এখন ট্যুইটারের হট টপিক ।