জামায়াত নেতা মুজাহিদের আপিলের যুক্তিতর্ক অব্যাহত
প্রকাশিত হয়েছে : ৬:১৯:৪৯,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের পক্ষে আপিল বিভাগে যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। সোমবার আসামি পক্ষের আইনজীবী এস এম শাজাহান যুক্তিতর্ক শুরু করেছেন। আজ মঙ্গলবার আবারও যুক্তিতর্ক শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যেরআপিল বিভাগের বেঞ্চ এ এ শুনানি চলছে। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আসামি পক্ষে ছিলেন এস এম শাজাহান, ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল আপীল বিভাগ আপিলের ওপর শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য ছিল। তবে ঐদিন সিটি নির্বাচন উপলক্ষে ছুটি থাকায় শুনানি হয়নি। প্রায় ২১ মাস পর ২৯ এপ্রিল আপীলের ওপর শুনানি শুরু হয়। এরপর ৪, ৫, ৬ ও ১৭, ১৮ মে শুনানি গ্রহণ করে আদালত।
এদিকে মুজাহিদেরআপিল মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরু হয়েছে। যুক্তিতর্ক দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেনআপিল বিভাগ। সোমবার শুনানির সপ্তম দিনে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন মুজাহিদের আইনজীবী এস এম শাজাহান। এর আগে গত ২৯ এপ্রিল শুরু করে ১৮ মে পর্যন্ত সাত কার্যদিবসে ট্রাইব্যুনালের রায় ও রায় সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) পাঠ শেষ করেন তিনি। এরপর যুক্তিতর্কের সূচনা উপস্থাপন শুরু করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি মুজাহিদের বিরুদ্ধে ১ ও ৩ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।