ছুটির দিনে যে কাজগুলো সেরে ফেললে বাকি সপ্তাহ থাকবেন আরামে
প্রকাশিত হয়েছে : ১০:২১:২০,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
লাইফ স্টাইল ডেস্ক:: ছুটির দিন তো আরাম করার জন্য, সেই ছুটির দিনে কাজ? হ্যাঁ, ছুটির দিনে যেহেতু হাতে প্রচুর সময় থাকে, তাই একটু সময় বের করে কয়েকটি কাজ সেরেই ফেলুন। এমন কিছু কাজ, যেগুলো আজ করে রাখলে বাকি সপ্তাহটা আপনার কাটবে অনেকটাই আরামে ও স্বস্তিতে। শুধু তাই নয়, বাকি সপ্তাহ বেশ চাপমুক্ত হয়ে কাটাতে পারবেন। কী সেই কাজগুলো? চলুন, বানিয়ে ফেলি একটি তালিকা।
১) ঘরদোর পরিষ্কার করা, ঝুল ঝাড়া ইত্যাদি কাজগুলো ছুটির দিনে সেরা ফেলুন। সারা সপ্তাহে বাড়ি যতটা এলোমেলো হয়েছে, পুরোটা এই ছুটির দিনে একবার গুছিয়ে গেল্লে বাকি সপ্তাহ নিশ্চিত।
২) কাপড় চোপড় যা ধোবেন, সেগুলোও ধুয়ে ফেলুন। রোজকার কাপড় না হলেও বিছানার চাদর, শীতের কাপড় কিংবা পর্দা ধরণের জিনিসগুলো। বাকি সপ্তাহ এইসব ভারী কাপড় ধোবার প্যারা নিতে হবে না।
৩) সময় বের করে নিজেকেও একটু যত্ন করে নিন। বিশেষ করে যারা চাকরিজীবী। চট করে পেডিকিউর, মেনিকিউর সেরে ফেলুন। এই ফাঁকে মুখে মেখে নিন কোন ফেসপ্যাক। চুলের যত্নেও কিছু করুন। একসাথে করলে অল্প সময়েই হয়ে যাবে।
৪) অবশ্যই গোটা সপ্তাহের বাজার সেরে ফেলুন।
৫) আগামী সপ্তাহে কী কী করতে হবে সেটার একটা লিস্টও বানিয়ে ফেলবেন অবশ্যই।
৬) অবশ্যই সেরে ফেলুন কিছু অগ্রিম রান্না। যেমন কিছু মাংস কষিয়ে রাখুন, যেটা পরে ঝোল বা ভুনা যে কোন ভাবেই খেতে পারবেন। মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখুন, ইচ্ছা হলেও ভেজেও রাখতে পারবেন। পরে এই ভাজা মাছ কেবল রান্না করে নিলেই হবে। শাক সিদ্ধ করে রাখতে পারেন, সবজি কেটে ভাপিয়ে রাখতে পারেন, গোটা সপ্তাহের জন্য রুটি পরোটা তৈরি করে রাখতে পারেন।
৭) অফিসের কোন কাজ, লেখা পড়া, কোন বিশেষ কাজ যা আগামী সপ্তাহে করতে হবে ইত্যাদি সবকিছুই চেষ্টা করুন ছুটির দিনে সেরে ফেলতে। নিদেন পক্ষে প্ল্যানিং করে ফেলতে। দেখবেন আগামী সপ্তাহটা খুব দারুণ কাটছে।