চার ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ফার্নিচার মেলা
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৩৬,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চট্টগ্রাম নগরীতে আগামি ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপী ফার্নিচার মেলা। জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিতব্য এ মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
আজ রোববার সকাল ১১ টায় চট্টগ্রাম প্র্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ৬ষ্ঠ চট্টগ্রাম ফার্নিচার মেলা সদস্য সচিবের পক্ষে লিখিত বক্তব্য মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন
চট্টগ্রাম থেকে ফার্নিচার রপ্তানি না হলেও ঢাকার কিছু প্রতিষ্ঠান ফার্নিচার রপ্তানি করে। এ রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি করতে দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য এ মেলার আয়োজন। তিনি বলেন, এ মেলায় ২৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া ফার্নিচার সংশ্লিষ্ট ২০০টিরও বেশি প্রস্তুতকারি প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মনজুর আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান সাহাব উদ্দিন, চট্টগ্রাম ফার্নিচার মেলার কেন্দ্রীয় উপদেষ্টা এম নাছের, চট্টগ্রাম ফার্নিচার মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইফতেখার, সদস্য মোহাম্মদ ইকবাল, চিটাগাং ইভেন্টসের সিইও সাজিয়া সাবরিন ।
পাঁচদিন ব্যাপী এ মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সিটিজি নিউজ ডটকম, সময় টেলিভিশন ও রেডিও অথৈ।
এছাড়া ৬ষ্ঠ চট্টগ্রাম ফার্নিচার মেলাতে কো-স্পন্সর রয়েছেন লেগাছি ফার্নিচার, ব্রার্দাস ফার্নিচার, জেএমজি ফার্নিচার, ভেগাস ফার্নিচার, লাক্সারী ফার্নিচার, ফ্রীডম ফার্নিচার।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মক্ত থাকবে।
মেলার সার্বিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নগরীর স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান “চিটাগাং ইভেন্টস” এর সাথে আয়োজক প্রতিষ্ঠানের চুক্তি সাক্ষর সম্পন্ন হয়েছে। গত ৭ নভেম্বর নগরীর আগ্রাবাদের এক্সেস রোডের ইউনিক ফার্নিচার কার্যালয়ে এ চুক্তি সাক্ষর সম্পন্ন হয়।