চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮২.৭৭%, বোর্ড সেরা কলেজিয়েট স্কুল
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৫৫,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৭। গতবারের চেয়ে পাশের হার কমেছে ৮ দশমিক ৬৩ শতাংশ। ২০১৪ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৪০ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র সংখ্যা ৩ হাজার ৬১৬জন ও ছাত্রী সংখ্যা ৩ হাজার ৫০০জন। গতবার এ সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৪।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ১৫৯টি কেন্দ্রে ৯৮১টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৬০২জন পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে বিজ্ঞান বিভাগের ২০ হাজার ১৯২, মানবিক বিভাগের ২০ হাজার ৮৯৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫১৭জন।
বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল (৯৫ দশমিক ৯৭)। দ্বিতীয় অবস্থানে ডা. খাস্থগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯১দশমিক ১৬) । তৃতীয় অবস্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৯১)।
এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ মহিলা সমিতির বালিকা উচ্চ বিদ্যালয় (৮৮ দশমিক ৬৫), ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ৮০), সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৮৭ দশমিক ৪৪), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল (৮৬ দশমিক ৪৪), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮৫ দশমিক ৯৫), সিলভার বেলস গার্লস স্কুল (৮৫ দশমিক ৫৮), চট্টগ্রাম সরকারি বালিক উচ্চ বিদ্যালয় (৮৫ দশমিক ০১), নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৮৩ দশমিক ৬৯), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮১ দশমিক ৫৬), নৌবাহিনী হাইস্কুল এন্ড কলেজ (৮১দশমিক ২৯), সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (৮০ দশমিক ৬৩), অপর্ণা চরণ সিটি কর্পোরেশন গার্লস হাইস্কুল (৮০ দশমিক ৫২), কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৭৬ দশমিক ৮২), কাফকো স্কুল এন্ড কলেজ (৭৬ দশমিক ৭২), সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল (৭৬ দশমিক ১৫), বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (৭৫ দশমিক ৯৯) ও সেন্ট প্লাসিড হাইস্কুল (৭৫ দশমিক ৩৭)।
প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাশের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, মোট জিপিএ’র গড় এবং অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর পয়েন্ট মিলিয়ে মোট ৫টি ক্যাটাগরিতে ১০০ পয়েন্টের উপর মার্কিং করে সেরা ২০টি প্রতিষ্ঠানের ক্রম নির্ধারণ করা হয়েছে।
ফলাফল ঘোষণা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান বলেন, বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতায় বারবার পরীক্ষা পেছানোর কারণে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। এসব কারণে পরীক্ষার্থীরা মানসিকভাবে চাপে ছিল। ফলে পরীক্ষার ফলাফলে এর প্রভাব পড়েছে।