চট্টগ্রামের বিলবোর্ড অপসারণের নির্দেশ মেয়রের
প্রকাশিত হয়েছে : ২:০৫:২৪,অপরাহ্ন ০১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবৈধ ও অননুমোদিত স্থানে লাগানো বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাসির উদ্দিন। নগরীর প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ দুই নম্বর গেটে অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, নগরীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে। সিটি করপোরেশন থেকে অনুমোদন পাওয়ার পর কারসাজি করে যেসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে সেগুলোও অপসারণ করা হবে।
তিনি জানান, নগরীতে বিলবোর্ডের তালিকা বাছাই করা হবে ও অপসারণের জন্য অবৈধ বিলবোর্ডের তালিকা তৈরি করা হবে। মেয়র বলেন, ‘অনেক লোক বিলবোর্ড স্থাপনের জন্য সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়েছেন। তবে কিছু স্পটের অনুমোদন ছিল ভুল সিদ্ধান্ত। এছাড়া কিছু বিলবোর্ড অনুমোদনের সাইজের চেয়ে অনেক বড় আকারে স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ড অপসারণ করা হবে।’
নাসির আরও জানান, নতুন বিলবোর্ড স্থাপনে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞরা নতুন বিলবোর্ড স্থাপনের বিষয়ে আপত্তি জানালে আর কোনও বিলবোর্ডের অনুমোদন দেওয়া হবে না। মেয়রের নির্দেশে প্রায় ছয় মাস পর বন্দরনগরীতে বিলবোর্ড অপসারণের কাজ আবার শুরু হয়েছে।
এর আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ৩১ মে’র মধ্যে বিলবোর্ড অপসারণের জন্য বিলবোর্ড মালিকদের প্রতি আহ্বান জানায়। সূত্র: বাসস।