ঘাট শ্রমিকদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ৭:০৮:১৫,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
কর্ণফুলী নদীর আনুমাঝির ঘাটে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পক্ষের কাজে অপর পক্ষ বাধা দিলে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে রোববার থেকে কর্মবিরতে পালন করছে শ্রমিকদের একাংশ। অন্যদিকে অপর পক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
সোমবার সকালে কাজে যোগ দিতে গেলে কর্মবিরতি পালনকারী শ্রমিকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
পঞ্চাশ শতাংশ মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে ঘাট-গুদাম শ্রমিকদের একাংশের কর্মবিরতির কারণে রোববার থেকে কর্ণফুলী নদীর ১২ ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে চারটি ঘাটে কাজ চলছে বলে জানা গেছে।
ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম ইউনিয়নের আহ্বায়ক মো. ইদরিস আলী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছর জানুয়ারিতে ২০ শতাংশ মজুরি বাড়ানোর কথা। কিন্তু গত ১০ মাসেও তা কার্যকর করা হয়নি। তাই এখন ৫০ শতাংশ মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে এ কর্মবিরতি শুরু করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবো।
এদিকে কর্মবিরতি পালনকারী শ্রমিকরা মূল সংগঠনের সদস্য নয় বলে দাবি করেছেন ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক। তিনি বাংলানিউজকে বলেন, আমাদের সংগঠনের অন্তর্ভূক্ত নয় এমন কিছু শ্রমিক কাজ বন্ধ রেখেছে। কয়েকটি ঘাটে কাজ বন্ধ থাকলেও অধিকাংশ ঘাটে শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
সদরঘাট থানার ওসি বলেন, মূলত শ্রমিক নেতাদের দ্বন্দ্বের কারণে এই ধরণের সমস্যার সৃষ্টি হয়েছে। শ্রমিকরা কাজ করতে চায়।