গ্রামীনফোনে পার্ট টাইম চাকরির সুযোগ
প্রকাশিত হয়েছে : ১০:১৯:০৭,অপরাহ্ন ১৭ জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
গ্রামীনফোনে জুনিয়র অ্যাপ্রেন্টিস পদে পার্ট টাইম ভিত্তিতে লোক নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ ২০ জুন।
পদ: জুনিয়র অ্যাপ্রেন্টিস
কাজের ধরন: খণ্ডকালীন
যোগ্যতা: আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটারের মৌলিক জ্ঞান, যোগাযোগ দক্ষতা, সেবার মানসিকতা থাকতে হবে।
দ্বায়িত্ব: জুনিয়র অ্যাপ্রেন্টিসরা গ্রাহকসেবা দেওয়ার কাজ করেন। গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, নতুন প্যাকেজ, বিশেষ সুবিধা সম্পর্কে উৎসাহিত করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী ফোনের মাধ্যমে সিম, ইন্টারনেট বা এসএমএস জাতীয় প্যাকেজ বিক্রি করা।
বেতন-ভাতা : খণ্ডকালীন চাকরি হওয়ায় ঘণ্টা হিসেবে বেতন নির্ধারণ করা হয়।
আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে গ্রামীণফোন ওয়েবসাইটের (www.grameenphone.com/about/career) মাধ্যমে। জীবনবৃত্তান্ত পাঠানো সময় সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে ভুলবেন না।