গোদাগাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৩০,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: গোদাগাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২গোদাগাড়ী (রাজশাহী), ১৮ ডিসেম্বর, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৫৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওপর রাজারামপুর গ্রামের আনজুর আলীর ছেলে এরফান আলী (১৯) ও রংপুরের পীরগাছা উপজেলার গোনজুরখাঁ গ্রামের হাসান আলীর ছেলে উসমান গণি (২০)।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, থানার উপ-পরিদর্শক রুহুল আমিন-১ এর নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-চাঁপাই মহাসড়কে উপজেলার চাঁপাল এলাকায় পুলিশ চেকপোষ্টে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের ভেতর কলেজ ব্যাগে ভর্তি ১৫৫ বোতল ফেনসিডিলসহ এরফান আলী ও উসমান গণিকে পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে।