গৃহশ্রমিকদের প্রতি নজর চান মেনন
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৪৭,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: গৃহশ্রমিকদের দাবিকে ন্যায্য উল্লেখ করে এগুলো বাস্তবায়নে সরকারের সব মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের এক সমাবেশে একথা জানান।
ওয়ার্কার্স পার্টির এই সভাপতি বলেন, ‘আমাদের যেসব গৃহশ্রমিক রয়েছেন, তাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুরক্ষা নিশ্চিত করা না গেলে তাদের থেকে সঠিকভাবে কাজ পাব না। এতে আমরা সবাই অপরিচ্ছন্ন হয়ে পড়ব।’
দেশ-বিদেশে অবস্থানকারী সব বাংলাদেশি গৃহশ্রমিকের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
সমাবেশে আরো বক্তৃতা করেন- শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-সমন্বয়কারী আবু জাফর, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদ ইসলাম খান প্রমুখ।