গুগল সার্চে যেসব আজব জিনিস খোঁজে মানুষ
প্রকাশিত হয়েছে : ৭:২৮:০০,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: স্বল্প সময়ে অনলাইনে প্রয়োজনীয় তথ্য খুঁজতে গুগলের জুড়ি নেই। বিশ্বের সবকিছু রয়েছে গুগলের হাতের মুঠোয়। আর হাতের মুঠোয় রয়েছে বলেই অনেকেই আবার আজব সব তথ্য জানতে হাজির হন গুগলের দরজায়।
প্রতিদিনই গুগলে সার্চ দেওয়া হয় অনেক আজব আজব কীওয়ার্ড দিয়ে। আর এই তালিকাও কিন্তু বিশাল। আজ আপনাদের সামনে উপস্থাপন করা হল এমনই কিছু সার্চ টপিক:
১. কিভাবে গুগল ব্যবহার করতে হয়?
২. আমি কিভাবে গুগলে সার্চ দিব?
৩. কিভাবে মৃতদেহ লুকাতে হয়?
৪. কি করলে আমার বিড়াল আমাকে ভালবাসবে?
৫. লেডি গাগা কি একজন পুরুষ?
৬. কিভাবে প্রেম করতে হয়
৭. আমি কেন বিয়ে করেছি?
৮. আমি আমার চাকরি ঘৃণা করি
৯. কিভাবে লটারি জিততে হয়?
১০. মানুষের কেন নিপল রয়েছে?