গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় কোন শব্দ?
প্রকাশিত হয়েছে : ১:৫৮:৪৭,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: আপনি তো সারাদিন নানা কাজে, প্রয়োজনে গুগলের শরণাপন্ন হন ৷ কখনও অজানাকে জানার জন্য আবার কখন বা কাজের সূত্রে ৷ কিন্তু আপনি কী জানেন গুগলে সবথেকে বেশি কী সার্চ হয়? সারা বিশ্বের মানুষ কোন শব্দটি সবথেকে বেশিবার লেখে গুগল সার্চ অপশনে?
সম্প্রতি পাওয়া গিয়েছে সেই উত্তর। সবথেকে বেশি বার লেখা হয় ‘ফেসবুক’ শব্দটি ৷ গুগলের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷
গুগলের তরফে জানানো হয়েছে, ‘প্রত্যেক দিন সারা বিশ্বে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ফেসবুককেই সবথেকে বেশি সার্চ করা হয়’৷ সার্চের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইউটিউব ৷ আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘পর্ন’৷