গতির ঝড় তুলবে পালসার আরএস ২০০
প্রকাশিত হয়েছে : ১১:২৯:০৭,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: সড়কে গতির ঝড় তুলতে বাজাজের পালসার সিরিজে যুক্ত হচ্ছে আরএস ২০০। পালসার মোটর সাইকেলের উৎপাদক বাজাজ অটোমোবাইল জানিয়েছে মার্চের ২৬ তারিখ ভারতের বাজারে এটি ছাড়া হবে। ২০০সিসির এই মোটর সাইকেলটির ছবি ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এটি কেনার জন্য মোটর সাইকেলপ্রেমীরা উন্মুখ হয়ে আছেন।
বাজাজ জানিয়েছে পালসার সিরিজে যতগুলো মোটর সাইকেল রয়েছে তার মধ্যে গতির রাজা পালসার আরএস২০০। প্রতিষ্ঠানটি সিএস ৪০০ এবং এসএস ৪০০ মডেলের আরো দুটি মোটর সাইকেল বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে।
পালসারের নতুন মডেল আরএস ২০০, এনএস ২০০ কে অনুসরণ করে তৈরি করা হয়েছে। মোটর সাইকেলটি তৈরি করতে এসএস ৪০০ মডেল থেকেও মেকানিজম ধার করা হয়েছে। এটির ইঞ্জিনের নকশা, সাইড গার্ড, ফুয়েল ট্যাংক, হেড ল্যাম্প, সিট কভার সবই এসএস ৪০০ মডেলের অনুকরণে তৈরি।
বাজাজের পক্ষ থেকে পালসার আরএস ২০০ এর দরদাম ঠিক করা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে মোটর সাইকেলটির দাম হবে ১ লাখ ১০ হাজার রুপী থেকে ১ লাখ ৩০ হাজার রুপীর মধ্যে। ভারতের বাজারে মোটর সাইকেলটি অবমুক্ত করা হলে এটি বাংলাদেশের বাজারেও আসবে।