খেজুর না খেলে কী হয়, প্রশ্ন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৫:২৮:৪৮,অপরাহ্ন ০৮ মার্চ ২০২৪
মো.আবদুল্লা আল আমীন
এবার খেজুর নিয়ে মন্তব্য করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। প্রশ্ন রাখলেন খেজুর না খেলে কী হয়?
শুক্রবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রমজানে নিত্যপণ্যর দাম প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। জবাব দিচ্ছিলেন হানিফ। এরই একপর্যায়ে খেজুর প্রসঙ্গটি উঠে এলে মন্তব্যটি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে কাজ চলছে বলেও জানান ডা. রোকেয়া সুলতানা। এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, রোজা এখনও শুরু হয়নি। রোজা শুরুর পর বিষয়টা মূল্যায়ন করা যাবে। অগ্রীম কথা বললেই ব্যবসায়ীরা সুযোগ নেবে।