খুলনা বিভাগের ১৬টি কমিউনিটি মার্কেট উন্নয়ন করবে এলজিইডি
প্রকাশিত হয়েছে : ৬:৫৩:৩৩,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খুলনা বিভাগের আট উপজেলায় ১৬টি কমিউনিটি মার্কেট (হাট-বাজার) উন্নয়নের উদ্যোগ নিয়েছে খুলনা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর(এলজিইডি)।
কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর অর্থায়নে অন্তত সাড়ে চার কোটি টাকা ব্যয়ে এ মার্কেটগুলোর উন্নয়ন করা হবে। যা চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
এলজিইডি কর্তৃপক্ষ বলছেন, মার্কেটগুলোর উন্নয়ন হলে সংশ্লিষ্ট এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ আর্থ-সামাজিক উন্নয়ন ও সরকারের রাজস্ব বাড়বে।
খুলনা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের তিন জেলার আট উপজেলায় ১৬টি কমিউনিটি মার্কেট (হাট-বাজার) উন্নয়ন করছে খুলনা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)।
বাজারগুলোর মধ্যে রয়েছে খুলনা জেলার কয়রা উপজেলার সুতিবাজার ও ভান্ডারপোল। দাকোপ উপজেলার বানিশান্তা বাজার ও লক্ষীখোলা। বটিয়াঘাটা উপজেলার বানতলা ও শুকদাড়া।
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুন্তাকাটা বাজার ও লাকড়তলা বাজার। মোড়লগঞ্জ উপজেলায় এসবি বাজার ও মাদ্রাসারহাট। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পাইথালী বাজার ও মধ্যম চপড়া। কালিগঞ্জ উপজেলার কাশিয়ানী বাজার ও সন্ন্যাসীর চক। শ্যামনগর উপজেলার ভেড়ার হাট ও মুন্সিগঞ্জ বাজার।
কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এতে অন্তত সাড়ে ৪ কোটি টাকা ব্যয় হবে। প্রতিটি মাকের্ট উন্নয়নে ব্যয় হবে প্রায় ২৫ লাখ টাকা।
ইতোমধ্যে মার্কেটগুলোর শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
ওই সূত্র আরও জানায়, প্রতিটি মার্কেটে পণ্য বিক্রির জন্য নির্মাণ করা হবে বেশ কয়েকটি শেড, পণ্য অনা-নেয়ার জন্য থাকবে অভ্যন্তরীণ সড়ক। পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া থাকবে টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ডিপ টিওবয়েলের ব্যবস্থা।
খুলনা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (সিসিআরপি) এর উপ-সহকারি প্রকৌশলী মোঃ তারিক সালমান জানান, বাজারগুলোর উন্নয়ন হলে পণ্য বাজারজাতকরণ ও বেচা-বিক্রি সহজ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে।
খুলনা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (সিসিআরপি)-এর সিনিয়র সহকারি প্রকৌশলী মো. আব্দুল মাজেদ জানান, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর অর্থায়নে অন্তত সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এ মার্কেটগুলোর উন্নয়ন করা হচ্ছে।
প্রতিটি মাকের্ট উন্নয়নে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা। ইতোমধ্যে মার্কেটগুলোর শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে বাকি কাজ শেষ হবে। মার্কেটগুলোর উন্নয়ন হলে বাজারে পণ্য কেনা-বেচা ও রাজস্ব বাড়বে। এতে আর্থ-সামাজিক উন্নয়ন ও সংশ্লিষ্ট এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারীরা উপকৃত হবেন।