খুলনায় ককটেল বিস্ফোরণ, আটক ২
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৪৪,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
খুলনায় ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৩টি ইজিবাইক ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় পিকেটার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার নগরীর টুটপাড়া কবরস্থান এলাকায় ও মৌলভীপাড়ার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হরতাল সমর্থকরা টুটপাড়া কবরস্থান এলাকায় ৩টি ইজিবাইক ভাঙচুর করে। এছাড়া মৌলভীপাড়ার মোড়ে ছাত্রদল ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং যানবাহন ও সড়কের পাশে অবস্থিত বাড়ি-ঘরেও ভাঙচুর শুরু করে।
এসময় পুলিশ বাঁধা দিলে হরতাল সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর যাওয়া যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড গুলি ও একটি টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি তিনি।