খুলনায় আ’লীগের হরতাল বিরোধী মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:২৫,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে খুলনায় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতাল-অবরোধ-অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে খুলনা সদর থানা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সংসদ সদস্য মিজানুর রহমান মিজান বলেন, খালেদা জিয়া ৭১’র মানবতা বিরোধীদের বাঁচাতে দেশের মেধাবী শিক্ষার্থীদের মেধা নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি তাদের নির্দেশনা মোতাবেক দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এসএসসি পরীক্ষার সময় হরতাল ডেকে বাস-ট্রেনে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তিনি বলেন, খালেদা জিয়াকে সাধারণ মানুষ পুড়িয়ে মারার অপরাধে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেদিনের রায়ে তার অস্তিত্ব থাকবে না।
সমাবেশ থেকে ঐক্য গড়ে তুলে পেট্রোল বোমা হামলাকারীদের আটক করে আইনের হাতে তুলে দিতে নেতকর্মীদের নির্দেশ দেন মিজানুর রহমান। একই সঙ্গে এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, শেখ সিদ্দিকুর রহমান, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, মো. শাহাজাদা, আব্দুল্লাহ হারুন রুমি, আলী আজগর মিন্টু।