খালেদা বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় অবকাশকালীন ছুটির পর
প্রকাশিত হয়েছে : ২:২৭:১৩,অপরাহ্ন ২৮ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত ‘নাইকো’ দুর্নীতি মামলার রুলের শুনানি শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। আদালতের অবকাশকালীন ছুটির পর যেকোন দিন এ মামলার রায় হতে পারে।
বৃহস্পতিবার মামলার শুনানি শেষে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ প্রাথমিকভাবে ততদিন পর্যন্ত রায় অপেক্ষমান রাখেন।
খালেদা জিয়ার পক্ষে রুলের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন মো. খুরশিদ আলম খান।
মো. খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, আমরা শুনানি শেষ করেছি। বিচারিক আদালতে মামলা সচল রাখার আরজি জানিয়েছি। খালেদার আইনজীবী রাগিব আহমেদ চৌধুরী জানান, আদালত রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। আমরা একটি সম্পূরক আবেদন জমা দেবো।
নাইকো ছাড়াও গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুল শুনানিও চলছে একই বেঞ্চে। এর মধ্যে প্রথমে গ্যাটকো দুর্নীতি মামলার রুল শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী রোববার।