খালেদাসহ বিএনপির ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১২:০৩:০৫,অপরাহ্ন ২৮ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে যাত্রী পুড়িয়ে মারার দুই হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আরও ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৮ জুন নথি পর্যালোচনা ও আদেশের দিন ধার্য করা হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের সরকার বিরোধী হরতাল অবরোধ চলাকালীন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যায় যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়াকে প্রধান আসামী করে বিএনপির শীর্ষ নেতাদের নামে মামলা দায়ের করে পুলিশ। মামলায় খালেদা জিয়াকে ‘পলাতক’ দেখানো হয়। মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে স্বাক্ষী করা হয়েছে।
আজ কৃহস্পতিবার চার্জশিট উত্থাপনের পর এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত।
অভিযোগপত্রে উল্লেখিত মামলার অন্যান্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুল ইসলাম শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর ওরফে রবিন, নবীউল্লাহ নবী, কাইয়ূম কমিশনার, লতিফ কমিশনার এবং পেশাজীবী দলের নেতা সেলিম ভূঁইয়া।
অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত অপর ৪২ আসামিকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। আসামিদের মধ্যে বর্তমানে ৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। খালেদাসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে চার্জশিটে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন।