খালেদার বক্তব্য মিথ্যার ফুলঝুড়ি —প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৫৮,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে মিথ্যার ফুলঝুড়ি হিসেবে আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী। রবিবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি সুলিখিত বক্তব্য পাঠ করেছেন। চমৎকারভাবে মিথ্যার ফুলঝুড়ি ছড়িয়ে গেছেন।’
সিটি নির্বাচনকে সামনে রেখে আজ দুপুর ২টার দিকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অংশ নেন খালেদা। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার নেতাকর্মীদের তার পেছনে লেলিয়ে দিয়েছে। খালেদার ব্ক্তব্যের ব্যাপারে প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া জানান। গণভবনে আজ বেলা ৪টায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করার পর দেশকে যেভাবে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছি এর আগে কি অবস্থা ছিল ? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন মসজিদ, মন্দির, প্যাগোডা ভাঙচুর করা হয়। দুর্নীতির কারণে দেশে বিনিয়োগ বন্ধ ছিল। বাংলাদেশে কেউ আসতে ভয় পেত। আমাদের হত্যার চেষ্টা করা হয়েছে।’
খালেদা জিয়া ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের ভেতর মিথ্যাচার করেই যাচ্ছেন। বিজেপি নেতা টেলিফোন নিয়ে, আমেরিকার ছয় কংগ্রেস ম্যানের বিবৃতি নিয়ে তার মিথ্যাচার এর প্রমাণ।’
হাওয়া ভবনের দুর্নীতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘হাওয়া ভবনে কমিশন না দিলে ব্যবসা হবে না। তাই দেশে ব্যবসা হয়নি। দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগ চলে গেছে। তার ছেলে যে দুর্নীতিবাজ তা আমেরিকার ফেডারেল কোর্ট ও সিঙ্গাপুরে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে। তার আমলে বাংলাদেশের ভাবমূর্তির এমন অবস্থা হয় যে ১/১১ এসেছিল।’
এর আগে নিজের লিখিত বক্তব্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের পাশে থাকার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নেপালের পাশে থাকবো। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা আশা করি, আমাদের দেশে যেন এ ধরনের দুর্যোগে জনগণের জানমালের ক্ষতি না হয়।’
উল্লেখ্য, গত ২১ থেকে ২৩ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান দ্বিতীয় সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়ার সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেই। সম্মেলন চলাকালীন সময়ে অনেকের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করি। জাপানের প্রধানমন্ত্রীকেও আরও বিনিয়োগের প্রস্তাব জানাই। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।’