খবর পড়ল বিশ্বের প্রথম নারী রোবট
প্রকাশিত হয়েছে : ২:২৮:৩৯,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: চীনে সিন সিয়াওমেং নামের এক নারী রোবট দেশটির সিনহুয়া সংবাদসংস্থায় খবর পড়েছে।এক মিনিটের একটি ভিডিওতে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) অ্যাংকরকে খবর পড়তে দেখা গেছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার সিনহুয়ায় ওই রোবট অ্যাংকর সংসদ অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের একটি খবর পড়েছে।জানা গেছে, এর আগে কিউ মেংকে নামের আরেকটি রোবট তৈরি করে সিনহুয়া ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সোগৌ ইনকরপোরেটেড’। গত নভেম্বর ঝেজিয়াং প্রদেশের উঝেন শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইন্টারনেট সম্মেলনে ওই দুটি রোবট প্রদর্শিত হয়।