ক্ষোভ আর হতাশায় হল ছেড়েছে ইবি শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১:০১:৫৪,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চরম ক্ষোভ আর হতাশায় প্রশাসনের নির্দেশে আবাসিক হলসমূহ ছেড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৭ দিন ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দুইদিন পরেই গত শুক্রবার রাতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে আবারো অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। ক্ষুদ্ধ হয়ে শনিবার সকালে নির্ধারিত সময়ের পূর্বেই হল ত্যাগ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বাস চাপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ৩৭ দিন ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়। দুইদিন যেতে না যেতেই গত শুক্রবার রাতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে আবারো অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন।
প্রশাসনের নির্দেশে শনিবার সকাল ১০টার মধ্যেই আবাসিক হল ছেড়ে যান শিক্ষার্থীরা । ক্যাম্পাস ত্যাগ করার সময় তাদের চরম হতাশর ছায়া দেখা গেছে । ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ শিক্ষার্থী । ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলার মাত্র দুই দিন পর আবারো বন্ধ ঘোষনা করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে চরম বির্পযয়ের মূখে ঠেলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের কথা কখনো চিন্তা না করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এরকম হটকারি মূলক সিদ্ধান্ত নিয়েছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘অনিবার্যকারণবশত এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সিন্ডিকেট সভার সাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে‘। তবে অফিস সমূহ স্বাভাবিক ভাবে চলবে বলে তিনি জানান।
এদিকে ২০ দলীয় জোটের ডাকা অবরোধের কারনে সড়কে বাস চলাচল না করায় শিক্ষার্থীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন বলে জানা গেছে। ইঞ্জিন চালিত নসিমন ও করিমনে করে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে শত শত শিক্ষার্থীদের । এতে করে চরম দূর্ভোগের হতে হয়েছে তাদের।