ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ৫:২৪:৫০,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতাদের একহাত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকের পুরো সময় জুড়েই ক্ষুব্ধ ছিলেন ২০ দলীয় জোটের এই নেত্রী। দলীয় সূত্রে জানা যায়, সভায় ক্ষোভের সুরেই খালেদা জিয়া বলেছেন, ‘আমি আন্দোলনে রাস্তায় নামব, আপনারা পাশে থাকবেন তো?’ জবাবে নেতারা জানিয়েছেন, তাঁরা সব সময় আছেন, থাকবেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এ সভা হয়। রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের নিয়ে খালেদা জিয়া বৈঠকে বসেন। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত।
দলীয় সূত্রে জানা যায়, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পাওয়ার প্রতিবাদে জেলায় জেলায় ও ঢাকার থানায় থানায় বিক্ষোভের যে কর্মসূচি বিএনপি দিয়েছিল তাতে ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তেমন সাড়া না পাওয়ার বিষয়টি তুলে ধরে খালেদা জিয়া মহানগর বিএনপির দুই নেতার কাছে এর কারণ জানতে চান। তাঁরা কারণ ব্যাখ্যা করতে গেলে খালেদা জিয়া তাঁদের থামিয়ে দেন।
বিএনপির স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্রি. জে. (অব.) হান্নান শাহ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান ও নজরুল ইসলাম খান।