কোহলির ১০০ ভারতের ৪০০, ৪৫০ ও ৫০০তম জয়ে
প্রকাশিত হয়েছে : ২:৫৫:২৬,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৯
স্পোর্টস ডেস্ক:: বেচারা মার্কাস স্টয়নিস। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এ পর্যন্ত ছয়টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এর প্রতিটিতে হেরেছে তাঁর দল অস্ট্রেলিয়া। কাল নাগপুরে দেখা গেল তার সবশেষ নজির। অবশ্য একই ম্যাচে আরও একটি নজির দেখা গেল। গত সাত বছরের মধ্যে ওয়ানডেতে ভারত যে তিনটি মাইলফলকের জয় পেয়েছে, তার প্রতিটিতে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। শুধু কী তাই, হয়েছেন ম্যাচসেরাও!
নাগপুরে কাল ওয়ানডেতে নিজেদের ৫০০তম জয় তুলে নিয়েছে ভারত। ৯৬৩তম ওয়ানডেতে এসে এই মাইলফলকের দেখা পেল তারা। ওয়ানডেতে শুধু অস্ট্রেলিয়াই তাদের চেয়ে বেশি ম্যাচ (৯২৪ ম্যাচে ৫৫৮ জয়) জিতেছে। তবে সবচেয়ে বেশি ওয়ানডে হারের (৪১৪ ম্যাচ) রেকর্ডটিও আবার ভারতের। সে যা–ই হোক, কাল ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচ জয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক কোহলি। ১২০ বলে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। কাকতালীয় ব্যাপার, ভারতের আগের দুটি মাইলফলকের ওয়ানডেতেও কোহলি সেঞ্চুরি করেছিলেন।
চার বছর আগে ২০১৫ সালে ভারত সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে সেঞ্চুরি (১৩৮) করেছিলেন কোহলি। সেটি ছিল ভারতের ৪৫০তম ওয়ানডে জয়ের ম্যাচ। আর সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছিলেন কোহলি। ভারত তাদের ওয়ানডে ইতিহাসে ৪০০তম জয়ের মুখ দেখেছে ২০১২ সালে। সেবার শ্রীলঙ্কা সফরে গিয়ে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১২৮ রানের ইনিংস খেলেন কোহলি। ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় ভারত আর ম্যাচসেরা হন সেই কোহলিই।