কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে খালেদা
প্রকাশিত হয়েছে : ২:৫৫:০৭,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে আজও (বুধবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগ। নির্বাচনী প্রচারণায় বেরিয়ে টানা চতুর্থ দিনের মত হামলার কবলে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। হামলার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।
খালেদা জিয়া সেখানে আসার পর দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ে হতে থাকে। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আসতে থাকেন সিনিয়র নেতারাও।
একে একে জড়ো হন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
খালেদা জিয়া টানা পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হয়ে বনানী-মহাখালী-ফার্মগেট হয়ে বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে বাংলামটরের কাছে আসেন। তার গাড়ি বহর বাংলামটর মোড়ের কাছে এলে পেছন থেকে হামলা চালানো হয়।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গত শনিবার প্রথমবারের মতো মাঠে নামেন বিএনপি প্রধান। এরপর রোব, সোম ও মঙ্গলবারও তিনি নির্বাচনী প্রচারণায় নামেন।