কামালের গালে সোনাক্ষির চড়!
প্রকাশিত হয়েছে : ৫:০১:২৯,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের নায়িকাদের বিরক্ত করাই যেন অভিনেতা কামাল রশিদ খানের কাজ। আর এজন্য তার গালে চড় দেয়ার হুমকি দিয়েছেন বলিউড তারকা সোনাক্ষি সিনহা।
বুধবার অভিনেতা কামাল রহমান খান টুইটারে সোনাক্ষি সিনহাকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন। যার প্রেক্ষিতে ক্ষেপে গিয়ে সোনাক্ষি টুইটারে লেখেন, রাস্তার ময়লা কামাল একজন নারীকে সম্মান দিতে জানে না এবং এ কারণে তার শক্ত হাতের চড়ই প্রাপ্য।
এদিকে সোনাক্ষির অগ্নি রূপ দেখে কামাল নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।