কাতারে কাজ না পেয়ে বাংলাদেশির আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১:৫১:০৩,অপরাহ্ন ০৬ মে ২০১৫
প্রবাস ডেস্ক :: কাতারের দোহা সিটির নাজমা এলাকায় কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিজানুর রহমান নামে এক বাংলাদেশি। মিজানুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।
গত তিনমাস আগে ভিসা দালালের খপ্পরে পড়ে ধারদেনা ও জমি-জমা বিক্রি করে সাত লাখ টাকা খরচ করে কাতারে এসেছিলেন মিজান। কিন্তু গত তিনমাসেও তেমন কোনো কাজ না পাওয়ায় প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ধারদেনা করে আসায় প্রতিনিয়ত পাওনাদারদের চাপে ছিলেন, সেই সঙ্গে পরিবারের কাছেও কোনো টাকা পাঠাতে পারছিলেন না তিনি।
মিজানের রুম পার্টনার মো. রিপন আলী জানান, গত তিনমাস ধরে অনেক চেষ্টা করেও তেমন ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছিল না মিজান। যে কাজ পেতো তাতে তার নিজের থাকা খাওয়ার খরচই ঠিকভাবে মেটাতে পারতো না। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ি থেকে টাকার জন্য তাগাদা আসতো। তাই সারাক্ষণই মানসিক যন্ত্রণার মধ্যে থাকতো সে।
আত্মহত্যার আগের রাতে সবাই রুমে ফিরলেও মিজানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালেও রুমে না ফেরায় অন্য সদস্যরা আশেপাশে খোঁজাখুজি করেও তার কোনো হদিস না পাওয়ায় সবাই যার যার কাজে চলে যায়।
রিপন বলেন, ‘বেলা ১১টার দিকে আমার নম্বরে একটা কল আসে, আমি রিসিভ করলে অপর প্রান্ত থেকে পুলিশ পরিচয় দিয়ে জানানো হয় মিজান আত্মহত্যা করেছে। তার লাশ এখন থানায় রয়েছে।’
জানা যায়, তাদের বাসার দুই বাড়ি পর একটা বহুতল ভবনের কাজ চলছিল, সেই নির্মাণাধীন ভবনের ভেতরে ঝুলন্ত অবস্থায় মিজানের লাশ দেখতে পেয়ে নির্মাণশ্রমিকরা পুলিশে খবর দেয়।
মিজানের লাশ বর্তমানে কাতারের হামাদ হাসপাতাল মর্গে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই লাশ দেশে পাঠানোর ব্যাবস্থা করা হবে।
এদিকে মিজানের লাশ দেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কারার জন্য কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।