কলকাতায় বিশ্ব বঙ্গ সম্মেলন সম্পন্ন : সিলেটের প্রতিনিধি দলকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৩২,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৭ দিনব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।
রোববার বিকাল ৪টায় কলকাতার কাকরগাছি মানিকতালায় শুরু হয় ৭ম দিনের সমাপনী অনুষ্ঠান।
বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকারের পরিচালনায় বাংলাদেশ ও ভারতের আসাম, ত্রিপুরা মধ্যপ্রদেশসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত অতিথিরা বক্তব্য রাখেন। পরে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের আজীবন সদস্য এবং সাধারণ সদস্যদের ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।
সম্মেলনের সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক প্রভৃতি পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন মাতিয়ে রাখেন ভারতীয় দুরদর্শন, বেতার ও সাংস্কৃতিক অঙ্গনের প্রখ্যাত শিল্পীরা। স্বরচিত লেখাপাঠে অংশ নেন আমন্ত্রিত কবি লেখিয়েরা। ভারতীয় কবি সাহিত্যিকদের পাশাপাশি বাংলাদেশ থেকে আমন্ত্রিতদের মধ্যে কবিতা, গল্প, ছড়া পাঠ করেন সিলেট প্রতিনিধি দলের নেতৃত্বদানীকারী সিলেটের সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সংগঠনের সিলেট শাখার সাধারণ সম্পাদক রিপন আহমদ ফরিদি, মোহাম্মদ বাদশা গাজী, জিল্লুর রাহমান জয়, মোহাম্মদ আঙ্গুর মিয়া, কে এ রহিম, কয়েস আহমদ মাহদী ও মোহাম্মদ শরিফ গাজী।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুদানে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের সিলেট থেকে ৮ সদস্যের প্রতিনিধি দলকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। উক্ত সংবর্ধনায় সবাইকে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতিক সম্মেলনের প্রতিনিধিগণ।