কমলগঞ্জে শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া : আটক ১
প্রকাশিত হয়েছে : ৫:৪১:২৯,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়েত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে রোববার বিকাল ৩ টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনী থেকে ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ভানুগাছ রেলওয়ে ষ্টেশন অভিমূখে যাওয়ার পথে ১০ নং রোডের মোড়ে ইসলামী ছাত্র শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়া ও ধস্তা-ধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ মুজিবুর রহমান (২০) নামে এক ছাত্র শিবির কর্মীকে আটক করে। আটক মুজিবুর রহমান কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।