কক্সবাজারের ১৬ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:৪২,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
কক্সবাজারের ১৬ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তদন্ত শেষ করতে তিন মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন।
পরে ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আটক ২জন সহ মোট ১৯ জনের বিরুদ্ধে ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন।
এসময় মহেশখালীর সালামতউল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করে প্রসিকউশন।