ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৫২,অপরাহ্ন ২০ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় নিহত বিইউপি শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আবারও কিছু লিফলেট, প্লাকার্ডে ও কার্টুন ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে স্কুলড্রেস পরা এক ছাত্রের হাতে থাকা কাগজে লেখা, ”ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট”।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আবার মন্তব্য করছেন,”পড়াশুনা করে যে গাড়ি চাপা পড়ে সে”। এছাড়া ‘কয়লার রাস্তা নাকি, রক্তের রাস্তা?’, ‘নিজের সিরিয়ালের অপেক্ষা করুন’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ আরও বেশ কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। নিয়ম মেনেই আরবার পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার ছিলেন আবরার। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস সেই সড়কেই প্রাণ গেল তার।
এদিকে, আরবারের মৃত্যুর পর রাজধানীর প্রগতি সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এতে নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাদের বেশ কিছু দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।