ওমানে ক্ষমা পেতে পারেন ৪০ হাজার অবৈধ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১০:৫২:২৬,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
প্রবাস ডেস্ক::
ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করতে পারে দেশটির সরকার। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণার তারিখ এখনও জানানো হয়নি। এর ফলে দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন অনুপ্রবেশের মামলার মুখোমুখি না হয়েই। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের ৪ হাজার এবং ভারতের ৩ হাজার অবৈধ প্রবাসীরাও এ ক্ষমার আওতায় আসবেন।
রবিবার টাইমস অব ওমানে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনটিতে এশিয়ার তিন প্রধান শ্রম রফতানিকারক দেশের হিসেব তুলে ধরা হয়। মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘ওমানে প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন যাদের বৈধ কাগজ নেই। ক্ষমা ঘোষণার দিন আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও আমরাসহ প্রায় সব দূতাবাস ক্ষমা প্রার্থীদের নিবন্ধন শুরু করে দিয়েছে।’
এর আগে গত ডিসেম্বরে টাইমস অব ওমান পত্রিকাতেই ক্ষমা ঘোষণার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সম্প্রতি দেশটি মানবসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি কমিউনিটির এক সমাজকর্মী জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশিদের সংখ্যা আরও বেশি হতে পারে। তবে কতজন এ সুযোগ গ্রহণ করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সমাজকর্মী।
তিনি বলেন, ‘আমরা বৈধ কাগজপত্র ছাড়া শ্রমিকদের এ সুযোগ গ্রহণ করে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছি।’ ওমানের সরকারি হিসেবে দেশটিতে ৫ লাখ ৪৬ হাজার ৪৮৭ জন বাংলাদেশি বৈধভাবে দেশটিতে কাজ করছেন।






