এ নির্বাচন আমার জন্য যুদ্ধ ছিলো —মিনা রহমান
প্রকাশিত হয়েছে : ২:২১:২০,অপরাহ্ন ১১ মে ২০১৫
প্রবাস ডেস্ক::
অনুষ্ঠিতব্য ব্রিটেনে সাধারণ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে কনজারভেটিব পার্টির মনোনিত বার্কিং আসনের এমপি প্রার্থী মিনা রহমান আজ সোমবার সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মিনা রহমান বলেন, বার্কিং বর্ণবাদ বিদ্যমান একটি শ্রমিকগণ বঞ্চিত এলাকা। লেবার পার্টি এই আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে।
আসনটিতে করজারভেটিব পার্টির অবস্থান নেই বললেই চলে। এ নির্বাচনটি আমার প্রথম নির্বাচন। এর পূর্বে আমি আর কোন আসনে নির্বাচন করিনি। আমাকে যারা সমর্থন করেছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রচুর পরিশ্রমের ফলে আমি ৭ হাজারেরও বেশি ভোট পেয়েছি।
তিনি আরো বলেন, হোম সেক্রেটারী থেরেসা মে এ আসনে প্রতিদ্বন্দিতা করে পেয়েছিলেন ১৯৭৬ টি ভোট। তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছি আমি। আমার এই ভোটে আমি সন্তুষ্ট। আমি বিশ্বাস করি এই নির্বাচন আমার জন্য একটি যুদ্ধ ছিলো। আর সেখান থেকে আমি অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমার প্রথম প্রচেষ্টায় এ নির্বাচনে জয় আশা করা উচিত নয়। আর এটি অবাস্তব চিন্তা ছাড়া আর কিছু না।
মিনা রহমান বলেন, মার্গারেট থ্যাচার, ডেভিড ক্যামেরনের, থেরেসা মে প্রর্থীরা ৩-৪টি আসনে আগে এমপি হিসাবে নির্বাচিত হন। আর এই কারণে তারা শক্তিশালী নেতা হিসাবে পরিচিত। আমি নির্বাচিত হতে পারিনি বলে দয়া করে কেউ হাতাশ হবেন না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে কনজারভেটিব জয়ী হয়েছে এবং আমরা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি।
উল্লেখ্য, গত ৭মে নির্বাচনে বার্কিং আসনে নির্বাচীত হয়েছেন লেবার পার্টির মার্গারেট হজ তার প্রাপ্ত ফলাফল ২৪ হাজার ৮২৬টি ভোট। তার নিকটতম ইউকিপ এর প্রার্থী রজার গ্রাভেট পেয়েছেন ৯হাজার ৫৫৪টি ভোট। আর মিনা রহমান পেয়েছেন ৭হাজার ১৯টি ভোট।