এলজির স্মার্টফোনে 4k ভিডিও
প্রকাশিত হয়েছে : ৯:০৯:৪০,অপরাহ্ন ২৩ জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক :: এলজি ২০১৫ এর ফ্লাগশিপ স্মার্টফোন ভারতের বাজারে ছেড়েছে। এটির মডেল এলজি জি৪। এটি দেখতে অনেকটাই আকর্ষণীয়। স্মার্টফোনটিতে বৈচিত্র্য আনতে এটির ডিজাইন ভিন্নতা আনা হয়েছে। জি৪ স্মার্টফোনটি কিছুটা বাঁকানো। ফোনটির কভার চামড়া দিয়ে তৈরি। এছাড়া ফোনটির ক্যামেরার রেজুলেশন অনেক হাই। এটি দিয়ে ফোর কে মানের ভিডিও তোলা সম্ভব।
জি৪ এর ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চির। ডিসপ্লেতে কিউএইডডি আইপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। ডিসপ্লেতে ঝকঝকে ছবি পাওয়ার জন্য এটিতে কোয়ান্টাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
জি৪ স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
এটি ফোরজি, থ্রিজি, এজ, ওয়াই-ফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে।
ফোনটির পেছনের ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেল। ক্যামেরায় এফ/১.৮ অ্যাপারচার লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার সঙ্গে অটোফোকাস, এলইডি ফ্লাশ গান আছে।
ক্যামেরায় আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স এবং এক্সপোজার মিটার রয়েছে।
এটির প্রসেসর ৬৪ বিটের ১.৮ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ হেক্সা কোর। এটিতে আছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।
ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারে। ভারতের বাজার স্মার্টফোনটির মূল্য ৪৬ হাজার ৯৯০ রুপি।