এবার রাস্তায় নামছে রোবট পুলিশ
প্রকাশিত হয়েছে : ১:৫৯:০৬,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক::
এতদিন শুধু হলিউডি ফিল্মের পর্দায় অপরাধীদের যম হিসেবে দেখা মিলেছে রোবট পুলিশ বা রোবোকপের। কিন্তু এবার সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দেখা মিলবে এই যন্ত্র পুলিশ। আপাতত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয় বরং বিভিন্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের টিকেট সুষ্ঠুভাবে বিলির কাজ করবে এটি।
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি করা বিশেষ এই যন্ত্র পুলিশের নাম রাখা হয়েছে ‘টেলিবট’। আশা করা হচ্ছে আগামী বছর থেকেই ফ্লোরিডার বিভিন্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের টিকিট বিলির কাজ শুরু করবে এটি। শুধু তাই নয়, পার্কিংয়ের নিয়মভঙ্গ করলে জরিমানার স্লিপও ধরিয়ে দিতে দ্বিধা করবে না এই টেলিবট।
রিমোট কন্ট্রোলের সাহায্যে চলা ছয় ফুট লম্বা স্টিলের তৈরি এই টেলিবটের মধ্যে থাকবে বেশকিছু সেনসর ও ক্যামেরা। যাতে রাস্তার যে কোনও জায়গায় টহল দেওয়ার কাজে এর পরিচালনাকারী এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। বিশেষ করে এর মধ্যে থাকবে তিনটি শক্তিশালী এইচডি ক্যামেরা। যা ৩৬০ ডিগ্রি পর্যন্ত সব কিছু দেখতে পাবে। প্রতিটি টেলিবট তৈরিতে খরচ পড়বে ২০ হাজার ডলার।