এবার ঘামেই পারফিউমের ঘ্রাণ
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৫৬,অপরাহ্ন ১২ জুন ২০১৫
লাইফ-স্টাইল ডেস্ক::
ঘামের দুর্গন্ধ ঠেকাতে নানা ধরনের সুগন্ধির ব্যবহার হলেও এবার ঘামকেই সুগন্ধির ঘ্রাণ বাড়ানোর উপকরণ হিসেবে ব্যবহার করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
এক বিবৃতিতে বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেন, তাদের নতুন এ সুগন্ধিটি আদ্রতার সংস্পর্শে আসলে অনেক বেশি সুগন্ধ ছড়াবে। এমনকি সুগন্ধিটি শরীরের দুর্গন্ধও শুষে নেবে বলে দাবি করেছেন তারা।
নতুন এ সুগন্ধির ঘ্রাণ ছড়ানোর ব্যবস্থায় আয়ন তরল অর্থাৎ তরল অবস্থার লবণ ব্যবহার করা হয়েছে যার কোনো গন্ধ নেই।
গবেষকরা জানান, যখনই সুগন্ধীকরণকৃত আয়ন তরল পানির সংস্পর্শে আসে তখনই তা সুরভী ছড়াতে থাকে। অর্থাৎ ঘাম বের হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে সুঘ্রাণ বাড়তে থাকে।
একইসঙ্গে শরীরের দুর্গন্ধের জন্য দায়ী থায়োল যৌগও আয়ন তরলের দিকে আকর্ষিত হয়। আর এ আয়ন তরল তখন থায়োল যৌগকে শুষে নেয়। এতে দূর হবে শরীরের দুর্গন্ধ।
কুইন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি শিগগিরই বাস্তবায়নের জন্য এরইমধ্যে একটি সুগন্ধী প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছেন তারা। আর এ আবিষ্কারটির মধ্যে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন প্রকল্প প্রধান নিমাল গুণরত্ন।