এবার উইন্ডোজ স্মার্টফোন আনল জোলো
প্রকাশিত হয়েছে : ৭:০০:১৫,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক ::
এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফোনের দুনিয়ায় পা রাখল স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা জোলো৷ তারা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটি বাজারে আনল৷ তাদের নয়া এই স্মার্টটির নাম জোলো উইন কিউ-১০০০৷ নয়া এই ফোনটির দেশের বাজারে দাম পড়বে ৮ হাজার ৪৯৯ টাকা৷ জোলোর এই ফোনে আছে ১.২ গিগাহার্ৎজ প্রসেসর ও এক জিবি ব়্যাম৷
এছাড়া ফোনটিতে রিয়ার ও ফ্রন্ট, উভয় টাইপের ক্যামেরা আছে৷ ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ পাঁছ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ফোনে ইন্টারনাল মেমোরি ৮ জিবি, যা বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত৷
এছাড়া ফোনটিতে আছে ২২০০ এমএএইচ ব্যাটারি৷ যা ২জি নেটওয়ার্কে টানা আট ঘণ্টা কথা বলা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷একাধিক রংয়ে দেশেক বাজারে পাওয়া যাবে জোলোর নয়া এই ফোনটি৷এখন দেখার, অ্যান্ড্রয়েডের পর উইন্ডোজ ফোনের দুনিয়ায় জোলো কতটা জনপ্রিয় হতে পারে৷