এখন থেকে ফেসবুক ব্যবহার করা যাবে বাংলায়
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৩৭,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: জনপ্রিয়তার মাপকাঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সবার শীর্ষে রয়েছে ফেসবুক। দেশেও এটির ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এখন বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। ভিন্ন ভাষার মানুষের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ নিজের পছন্দ মতো ভাষা নির্বাচনের সুবিধা চালু রেখেছে। প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে।
এবার Settings -এ যেতে হবে। সেখান থেকে General Account Settings -এ গিয়ে Language অপশনে গিয়ে বাংলা ভাষা নির্বাচন করে দিতে হবে। তারপর পেইজটি রিফ্রেশ দিলেই ভাষা হিসাবে বাংলা দেখা যাবে। তাহলে বাংলায় হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্ট। তবে বাংলা লিখতে হলে ইউনিকোডে লিখতে হবে।