উগ্রবাদের বিরোধিতার জন্যে হত্যার হুমকি, অসহায় পরিবার
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:১৩,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২৩
ফেসবুকে নিশিত সরকার মিঠু এর দেয়া পোস্ট শেয়ারের কারণে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত ব্যক্তিরা নিশিতের ছোট ভাই নিলয় সরকার এর উপর হামলার চেষ্টা করে ও হুমকি দেয়। যদিও আশেপাশে পথচারিরা এগিয়ে আসায় তারা তার কোনো ক্ষতি করতে পারেনি এবং তংক্ষণাৎ তারা মোটর বাইক চালিয়ে এলাকা ত্যাগ করে। তারা নিশিত সরকারকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়। গত ১৩ অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে।
হুমকির ঘটনায় নিলয় সরকার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। আমাদের রিপোর্টার, তার ভাই নিলয় সরকারের সাথে যোগাযোগ করে এবং তিনি জানান, দীর্ঘদিন ধরে ফেসবুকে লেখালেখি করেন তার ভাই। সম্প্রতি তার অনলাইনে দেয়া কোন লেখা বা পোস্ট এর কারণে মৌলবাদিরা ক্ষিপ্ত হয়ে থাকতে পারে। এছাড়া, গত কয়েক বছর ধরে বাংলাদেশে দূর্গাপূজাসহ বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে শাল্লা , কুমিল্লার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমনের ঘটনা এবং সাম্প্রদায়িক হত্যাকান্ডগুলোর প্রতিবাদে স্যোশাল মিডিয়া ও বিভিন্ন প্রতিবাদ সমাবেশে সক্রিয় উপস্থিতি ছিলো নিশিত সরকার মিঠুর। এজন্যে বিগত সময়েও অনেকবার হুমকি পেয়েছেন নিশিত সরকার।
তিনি আরো বলেন, অনেকদিন থেকেই মৌলবাদী গোষ্টির নজরে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অপরিচিত নাম্বার থেকে প্রায়শই কল আসে তার ফোনে, হুমকি দিত। আমরা সিলেট কোতোয়ালী থানায় রিপোর্ট করতে গেলে, তারা আমার ভাই নিশিত সরকারের অনলাইন এক্টিভিটি যাচাই করে, তার পোস্টগুলোতে তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আলামত পেয়েছে, তাই তারা আমাদের রিপোর্ট গ্রহণে অস্বীকৃতি জানায়।