‘ইস্যু’র আশঙ্কায় দেশে ফিরতে পারছেন না লতিফ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ১:২২:০৫,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
দেশে ফিরলে বিরোধী দলের কাছে নতুন ইস্যু হতে পারে লতিফ সিদ্দিকী, এই আশঙ্কায় দেশে ফিরতে পারছেননা লতিফ সিদ্দিকী। এই মূহুর্তে তিনি কলকাতায় অছেন। তবে বিভিন্ন মাধ্যমে তিনি দেশে ফেরার অাগ্রহ প্রকাশ করেছেন।
সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। লতিফ সিদ্দিকীর দেশে ফেরার আগ্রহ জানতে পেরে তার ওপর আক্রমণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করে সরকারকে অবহিত করেছে গোয়েন্দা সংস্থা।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশে এই মুহূর্তে কোনো আন্দোলন নেই। বিরোধী দলের হাতে তেমন কোনো ইস্যুও নেই। তাই লতিফ সিদ্দিকী দেশে ফিরলে বিরোধী দলগুলো জঙ্গী দলগুলোর সহায়তায় লতিফ সিদ্দিকীর ওপর হামলা চালাতে পারে। শুধু লতিফ সিদ্দিকীর ওপর হামলা নয়; এমনকি তার জীবননাশের ঘটনাও ঘটতে পারে।
গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে লতিফ সিদ্দিকীর নামে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। সে সব আদালতে হাজিরা দিতে গেলেও লতিফ সিদ্দিকী ধর্মীয় উগ্রবাদীদের হামলার শিকার হতে পারেন। এ ছাড়া ধর্মপ্রাণ মানুষ রাস্তায় নেমে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হতে পারে।
এই অবসরে সাবেক এই মন্ত্রী তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি বই লিখছেন। যদি দেশে ফিরতে না পারেন তাহলে আগামী ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় তার বইটি প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।