ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উদ্যোগে ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ৬:১৮:৩৫,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের অস্ত্রোপাচারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার মোট ছয়জন রোগীকে এ পর্বে সফল অস্ত্রোপচার করা হয়। প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মৃনাল কান্তি দাশ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ওরাল সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আলী হোসাইন বিশেষজ্ঞ সার্জন হিসেবে এ অস্ত্রোপাচারে অংশগ্রহণ করেন।
এসময় এনেস্থেশিয়োলজিস্ট হিসেবে অস্ত্রোপাচারে অংশ নেন ডাঃ এস.এন কিবরিয়া ও হাসপাতালের উপ-পরিচালক ও বিশিষ্ট এনেস্থেশিয়োলজিস্ট ডাঃ মনিরুল আলম। অপারেশন টিমে অন্যান্য চিকিৎসকদের মধ্যে ডাঃ মোতাহার হোসেন, ডাঃ এ কিউ এম মহিউদ্দিন মাসুম, ডাঃ গোলাম সরওয়ার অস্ত্রোপচারে সহযোগিতা করেন।
পুরো অপারেশন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন নার্চার চ্যারিটেবল হাসপাতাল। অপারেশন চলাকালীন নার্চার চ্যারিটেবল হাসপাতালের সভাপতি নাসরিন বাকি এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মুসলিম উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ ভবিষ্যতে উক্ত হাসপাতালে ঠোঁট কাটা, তালু কাটা অপারেশন ছাড়াও আগুনে পোড়া ও মুগুর পা এর বিনামূল্যে অপারেশনের আশ্বাস প্রদান করেন এবং নার্চার হাসপাতালকে উক্ত অপারেশনে সহায়তা করার জন্য ধন্যাবাদ প্রদান করেন।