আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৪২,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ নগর নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় নেতা-কর্মীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খোজ নিয়ে জানা যায়, ২৬ নং ওয়ার্ড ও মিরপুরের ইলিয়াস আলী মোল্লার সমর্থকদের মধ্যে সমাবেশে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা পুরো এভিনিউ এলাকায় ছড়িয়ে পড়ে।এসময় নেতাকর্মীরা আত্মরক্ষার্থে কার্যালয় ও আশ পাশের বিভিন্ন ভবনে গিয়ে আশ্রয় নেন।সংঘর্ষের কারণে সমাবেশ পন্ড হয়ে যায়।
সংঘর্ষের সময় নগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদকক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ নগর আওয়ামী লীগের নেতারা।
পরে এলাকা শান্ত হলে ইলিয়াস আলী মোল্লা ও ২৬ নং ওয়ার্ড সভাপতিকে নিয়ে নগর নেতারা রুদ্ধদার বৈঠকে বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোন সুরহা হয়নি।
এর আগে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, ভয় ও অপরাধবোধ থেকে আবোল তাবোল বকছেন তারেক রহমান, তিনি পরিকল্পিতভাবেই বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেছেন।
তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেডে হামলার মূল পরিকল্পনাকারী ও জঙ্গিবাদের জনক উল্লেখ করে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাই না। সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হন।
বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে সহিংসতার পথে হাঁটতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
তারেক রহমান লন্ডনে বসে ফতোয়া দিচ্ছে কিন্তু দেশের মানুষ তার বিকৃত ইতিহাস বিশ্বাস করবে না বলেও জানান তিনি।