আল জাজিরা টেলিভিশন কোন গোষ্ঠির পক্ষে কাজ করছে’
প্রকাশিত হয়েছে : ১০:১০:২২,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: আল জাজিরা টেলিভিশন কোন গোষ্ঠির পক্ষে হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আল জাজিরা টেলিভিশনের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে সমালোচনা করার অধিকার বিশ্বের কারও নেই। আল জাজিরা টেলিভিশন মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে ভুল তথ্য দিচ্ছে তা ন্যাক্করজনক।
বক্তারা ভুল তথ্য পরিবেশন থেকে আল জাজিরা টেলিভিশন বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনার সত্যের পথে নেই। আমরা সরকারের পথে এ টেলিভিশন সম্পচার বন্ধের দাবি জানায়।
সমাবেশে আল জাজিরা টেলিভিশন না দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।
স্বাগত বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান বাদল।
প্রমার সভাপতি ও আবৃত্তি শিল্পী রাশেল হাসানের সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন ধর, সংগঠক সুনীল দে, শিক্ষিকা সালমা মিলি, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি অনুপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বালাকেত উল্লাহ।