আমার এই বিজয় আ.জ.ম নাছির উদ্দীন এর নেতৃত্বে যারা নিঃস্বার্থ নেতা, তাদের কর্মের বিজয়: মহিউদ্দিন বাচ্চু
প্রকাশিত হয়েছে : ২:১১:৪২,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২৪
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
/মো. আবদুল্লা আল আমীন
সোমবার ( ৮ জানুয়ারি) মোঃ মহিউদ্দিন বাচ্চু তাঁর এই বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন কর্মী-সমর্থকদের সাথে। তাঁর এই বিজয়ের জন্য আ.জ.ম নাছির উদ্দিন কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন মহিউদ্দিন বাচ্চু।আ.জ.ম নাছির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন-
“
আমার এই বিজয় রাব্বুল আলামিন এর রহমতের বিজয়। এই বিজয় চট্টগ্রামের মুজিব আদর্শের সৈনিকদের অপ্রতিরোধ্য, অদম্য প্রতিরোধের বিজয়।
আর এই বিজয় আ.জ.ম নাছির উদ্দিন এর নেতৃত্বে যারা নিঃস্বার্থ নেতা, তাদের কর্মের বিজয়।”
গতকাল (৭ জানুয়ারি) ‘দ্বাদশ জাতীয় নির্বাচন’-এ চট্টগ্রাম-১০ (ভবলমুরিং-পাঁচলাইশ) আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।
মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। এছাড়া ফরিদ মাহমুদ পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট। এ আসনে কেন্দ্র সংখ্যা ১৪৮টি।
এর আগে গত বছরের ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়ে যাওয়ায় ৩০ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ মাসের জন্য চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মহিউদ্দিন বাচ্চু।