আপিলে ফালুর জামিন বহাল
প্রকাশিত হয়েছে : ৯:০৬:০১,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে করা নাশকতার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে মিরপুর থানায় দায়ের করা নাশকতার আরও একটি মামলায় ফালুর জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগ।
গত ১২ এপ্রিল খিলগাঁও থানার নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এই নেতা। এর পরপরই হাইকোর্টের জামিনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রবিবার এ আবেদন শুনানি করে আপিল বিভাগ জামিন আদেশ বহাল রাখেন।
গত ১ ফেব্রয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে থেকে আটক হন এই নেতা।