আপনি যা ভাবছেন তা কি প্রেম ?
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:০২,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
লাইফ স্টাইল ডেস্ক:: আপনি যা ভাবছেন তা কি প্রেম ? মানুষ স্বাভাবিকভাবে প্রেম বলতে যা বুঝে থাকে তা কখনোই প্রেম নয় উল্লেখ করে এর সুষ্ঠু ব্যখ্যা দিলেন ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা, চ্যাপেল হিলের ‘ইতিবাচক আবেগ’ বিষয়ক প্রধান গবেষক বারবারা ফ্রেডরিকসন|
তাহলে ভালোবাসা কী? এ প্রসঙ্গে ফ্রেডরিকসন বলেন, ‘ছোট ছোট ইতিবাচক মুহূর্ত’|
ভালোবাসা মানে একটি সম্পর্ক| যাকে অসংখ্য ইতিবাচক বা ভালো মুহূর্তের সমন্বয় হিসেবে বলা যায়| এ মুহূর্তগুলো আপনি অন্যের সঙ্গে বিনিময় করেন| এ ছোট ছোট মুহূর্তগুলো আপনার ভালোবাসার সঙ্গী, শিশু, ঘনিষ্ঠ বন্ধু কিংবা প্রিয় কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করেন| এ মুহূর্তগুলোকেই একত্রে ভালোবাসা বলেন ফ্রেডরিকসন|
বহুদিন ধরেই ভালোবাসার স্বরূপ উন্মোচনের চেষ্টা করছিলেন মনোবিদরা| সম্প্রতি এ ধারায় নতুন এক মৌলিক ধারণা যোগ করলেন মনোবিদ বারবারা ফ্রেডরিকসন|
এছাড়াও ‘ভালোবাসা ২.০’ নামে একটি বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন তিনি| এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার|
ফ্রেডরিকসন বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব-উপাত্ত বিশ্লেষণ করে জানান, ভালোবাসা বলতে প্রচলিত অর্থে যা বলা হয় বাস্তবে এটি তা নয়| ভালোবাসা কোনো দীর্ঘস্থায়ী বিষয় নয়| এটি দীর্ঘদিন একরকমভাবে বজায় থাকার মতো আবেগ নয়| এটি দারুণ আবেগ ও আগ্রহ যা, দীর্ঘদিন ধরে অবিকৃত থাকে এমনটা নয়|
ফ্রেডরিকসন এক্ষেত্রে ‘ভালোবাসা ২.০’ নামে আরেকটি বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন|
তিনি জানান, আপনার যদি ভালোবাসার কোনো বিশেষ মানুষ না থাকে তাহলে তা ভালোবাসার বাধা কমিয়ে দেয়| আপনার কোনো প্রিয়পাত্র না থাকলে আপনার ভালোবাসা নেই, এমনটা ভাবার কোনো কারণ নেই| এটি আপনার দৈনন্দিন ভালোবাসা আরও বাড়াবে|