আন্দোলন করে সরকারকে হটানো যাবে না
প্রকাশিত হয়েছে : ২:০৪:১৬,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আন্দোলন করে বর্তমান সরকারকে হটানো যাবে না। বর্তমান সরকারের ভিত এতই দুর্বল নয় যে, জনগণ ছাড়া কারো চক্রান্তের ধাক্কায় নড়ে যাবে।
শনিবার বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারের নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলন করবে তাদের নিজেদের কোন সংঘবদ্ধ প্রস্তুতি নেই। তাদের সব ধরনের ষড়যন্ত্র কর্মকান্ডের ব্যাপারে সরকার সব সময় সর্তক রয়েছে।
মন্ত্রী ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চর চিরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও নরোত্তমপুর ইউনিয়নের ৭টি গ্রামের ২৫কিঃমি বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন।
কর্মী সভায় ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন- নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান।