আনসারুল্লাহ নিষিদ্ধের প্রস্তাব পুলিশের
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৫৪,অপরাহ্ন ১৬ মে ২০১৫
নিউজ ডেস্ক::
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষেদ্ধের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, আশুলিয়ায় ব্যাংক ডাকাতিসহ কয়েকজন ব্লগার হত্যাসহ আরও কয়েকটি হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের জড়িত থাকার থাকার প্রমাণ পাওয়া গেছে। এজন্যই সংগঠনটি নিষিদ্ধের প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মনিরুল বলেন, সাংগঠনিকভাবে প্রকাশ্য না হলেও নিষিদ্ধ হলে জঙ্গি সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাড়তি কিছু সুবিধা হবে। তিনি বলেন, কোনও ব্যক্তির ধর্মীয় মতাদর্শ নিয়ে তাদের দ্বিমত হলেই তাদের নাস্তিক আখ্যায়িত করে হত্যার পরিকল্পনা করে আনসারুল্লাহ বাংলা টিম। পরে ছোট-ছোট স্লিপার সেল গঠন করে সংশ্লিষ্টদের হত্যার কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় হয়ে ওঠে।
সংগঠনটিকে উগ্র ধর্মীয় মতাদর্শবাদী উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, সংগঠনটি বাংলাদেশের সংস্কৃতির বিরোধিতা করে। পহেলা বৈখাশের অনুষ্ঠানকে বৈশাখী পূজা মনে করে। আইএস এবং আল কায়দার কার্যক্রম অনুসরণ করে তারা। অনেক আগে থেকে জঙ্গি সংগঠনটি আল-কায়েদা ও আইএস-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আসলেও এখনও তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে বলে মনে করেন না মনিরুল।