আদিল হত্যা মামলার ১৩ আসামির জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ৭:০৭:১৪,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আদিল মাহমুদ চৌধুরী হত্যা মামলার ১৩ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ নির্দেশ দিয়েছেন আদালত।
উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিলা রায় লাভলী আদালতে (মিরসরাই আদালত) আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করেন।
আদিল হত্যা মামলার আইনজীবী সিরাজুল ইসলাম জানান, মামলার আসামিরা গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে ২৮দিনের অন্তর্তীকালীন জামিন নেন। সোমবার মামলার আসামি শফিউল আলম, শামীম মুন্না, শিবলু, শাহ আলম, রুহুল আমিন, জয়নাল আবেদীন, নুরল আলম, জহুর আলম, আবুল কালাম, সোলেমান, অপু, হারুন উর রশিদ, সোহেল নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, ৯ অক্টোবর রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকায় সন্ত্রাসীরা আদিল মাহমুদ চৌধুরীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এঘটনায় নিহতের বাবা আবু তাহের চৌধুরী বাদি হয়ে মিরসরাই থানায় সন্ত্রাসী কানা শফিসহ ১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। হত্যাকা-ের পর থেকে মামলার আসামিরা পালাতক ছিলো। তবে দুদিন আগে কানা সফিসহ দুজনকে মিরসরাই থানা পুলিশ গ্রেফতার করেছিল।