আইএইচটির শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯:০৪:০৪,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বরিশালে ১০ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বান্দ রোডে এ ঘটনা ঘটে।
ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ও কোতোয়ালি থানার কনস্টেবল বেল্লালসহ আহত তিন পুলিশ ও ১৭ শিক্ষার্থীকে বরিশাল শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সকালে নগরের বান্দ রোডে অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এসময় অবরোধ তুলে দিতে গেলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলের ছুড়তে শুরু করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন পুলিশ ও ১৭ শিক্ষার্থী আহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।